Sale!
,

ত্রিপুরা সরকারি স্কিম গাইড – ৫ম সংস্করণ

Original price was: ₹500.00.Current price is: ₹399.00.

সরকারী স্কিম, গাইডলাইন    ত্রিপুরা

 

 

 

 

 

 

 

 

 

 

এটি একটি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম, গাইডলাইন বিষয়ের উপর ত্রিপুরাইনফো  ডটকম কর্তৃক প্রকাশিত গাইড বুক ২০২৪এর ৩০ মার্চ  পর্যন্ত  সর্বশেষ পাওয়া তাথ্যের ভিত্তিতে বইটি সঙ্কলিত হয়েছে প্রয়োজনের ভিত্তিতে সময়ে সময়ে বইটির সংশ্লিষ্ট তথ্যাবলির পুনঃ সংশোধন বা সংযুক্তিকরনের কাজ চলবে 

 

 

 

 

 

 

সরকারী স্কিম, গাইডলাইনত্রিপুরা

প্রকাশক : ত্রিপরাইনফো ডটকম, আগরতলা
প্রথম  সংস্করন : মার্চ, ২০১২
দ্বিতীয়  সংস্করন : জুলাই, ২০১৩
তৃতীয়  সংস্করণ : আগস্ট, ২০১৭
চতুর্থ সংস্করণ : জানুয়ারী, ২০২১
পঞ্চম সংস্করণ : মে, ২০২৪
গ্রন্থ স্বত্ব : ত্রিপুরাইনফো ডটকম, আগরতলা
সম্পাদনা : জয়ন্ত দেবনাথ
মুখ্য উপদেষ্টা : শেখর দত্ত

 

প্রচ্ছদ : সুব্রত দে
অক্ষর বিন্যাস : ত্রিপুরাইনফো কনটেন্ট ডেভেলপমেন্ট টিম
মুদ্রণ : প্রয়াস, কলকাতা, ৪০০০৬

 

আলোচ্য গ্রন্থে প্রদত্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট সরকারী স্কিম ও সর্বশেষ  মূল গাইডলাইন থেকে নেওয়া সারাংশ মাত্র। কিন্তু কিছুদিন পরপর এসব গাইডলাইন পরিবর্তন হয়ে থাকে। তাই সর্বশেষ তথ্যের প্রয়োজনে পরিবর্তিত সর্বশেষ গাইডলাইন অনুসরণ করাই বাঞ্ছনিয়। তথাপি প্রকাশকের অনুমতি ব্যতিরেকে এর পুনঃ সংস্করণ বা পুনঃ প্রকাশ সহ ইলেকট্রনিক্স  বা অন্যকোনও পদ্ধতিতে ব্যবহার নিষিদ্ধ।

 

মুল্যঃ ৫০০/-                                             ISBN Number : 978-81-957443-7-4

 

 

 

আমরা কৃতজ্ঞ

গত ১২ই মার্চ, ২০১২ সরকারী স্কিম গাইডলাইনের উপর এই পুস্তিকার প্রথম আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছিল। ২০১২ সালে বইটির প্রথম আনুষ্ঠানিক প্রকাশের পর রাজ্যে ও জাতীয় স্তরে সমাজ কল্যানে বেশকিছু নতুন স্কিম ও কর্মসূচি যুক্ত হয়েছে। তাই সময়ের চাহিদাকে সামনে রেখে আমরা বইটির কিছুটা পুনঃ সংশোধিত আকারে জুলাই ২০১৩ দ্বিতীয়  সংস্করণ প্রকাশ করি। কিন্তু তারপরও বেশকিছু নয়া স্কিম গাইডলাইন এবং সরকারী কর্মসূচি বইটিতে স্থান পায়নি। তাই ২০১৭ সালে তৃতীয় বারের মতো আমরা বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ করি। কিন্তু ২০১৭ সালের পর রাজ্য ও জাতীয়স্তরে বেশকিছু নয়া স্কিম চালু হয়। তাই ২০২১ সালে আমাদের ফের বইটির চতুর্থ সংস্করণ এবং ২০২৪ সালে পঞ্চম সংস্করণ প্রকাশের উদ্যোগ নিতে হয়েছে।

২০১২ সালে প্রথম প্রকাশের সময়েই বলা হয়েছিল প্রয়োজনের নিরিখে সময়ে সময়ে বইটিকে সংশোধন ও পরিমার্জন করা হবে। এই প্রতিশ্রুতির অঙ্গ হিসাবেই আমরা পঞ্চম বারের মতো বইটিকে পুনঃসংশোধন সহ প্রকাশের চেষ্টা করেছি।

আমরা এই মর্মে সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ যে বইটির প্রথম প্রকাশের দিন থেকেই সরকারী ও বেসরকারী স্তরে অনেকে বইটি প্রকাশে নানা ভাবে সাহায্য করেছেন যে কারনে  বইটি পাঠক মহলে সমাদৃত হয়েছে যা বইটির পঞ্চম সংস্করণ বের করতে আমাদের উৎসাহিত করেছে। আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ যারা বইটির তথ্য সঙ্কলনে নানাভাবে সহযোগিতা করেছেন। গ্রন্থটিকে আরও সমৃদ্ধ করতে কারও কোনও সুপরামর্শ থাকলে আগামী দিনেও তা সাদরে গ্রহণ করা হবে।

 

 

জয়ন্ত দেবনাথ

সম্পাদক, ত্রিপুরাইনফো ডটকম

 

 

 

আমাদের অঙ্গীকার

একটি শিশুর জন্মের আগে তার গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে শিশুটি বড় হলে তার পড়াশোনার খরচ, গ্রামের অদক্ষ ও দক্ষ বেকার শ্রমিকদের জন্যে সরকারী পর্যায়ে কর্মসংস্থান, শহর গ্রামের মানুষের জন্যে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, আবাসান ব্যবস্থা থেকে শুরু করে গরিব মানুষের জন্যে সস্তায় গনবন্টন সামগ্রী বিতরণ ইত্যাদি সব ব্যাপারেই নানারকম সরকারী প্রকল্প এরাজ্যে চালু রয়েছে। কিন্তু গ্রাম শহরের অনেকেই এসব সরকারী সহায়তা বা প্রকল্পের ব্যাপারে খুব বেশি জানেন না । যারা জানেন এই সংখ্যাটি খুবই কম।

তাই আলোচ্য গ্রন্থটিতে এরাজ্যে সরকারী ভাবে সাধারণ মানুষের জন্যে কী কী  সামাজিক সহায়তা প্রকল্প চালু রয়েছে এব্যপারে আলোকপাত করা হয়েছে। বিশেষত গ্রাম পঞ্চায়েত, স্বশাসিত জেলা পরিষদ, পুর পরিষদ, নগর পঞ্চায়েতের গরিব মানুষদের অবগতির জন্যে কোনও একটি সরকারী সাহায্য পেতে হলে কোন প্রকল্পের জন্যে কার কাছে কীভাবে আবেদন করতে হবে, কারা কোন কোন সরকারী সহায়তার জন্যে যোগ্য, কারা যোগ্য নয় এ ব্যাপারেও একটা সুস্পষ্ঠ ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে ।

গ্রন্থটিতে প্রদত্ত তথ্য সবই মূল সরকারী প্রকল্পের সারসংক্ষেপ । কোনও প্রকল্প বিষয়ে বিস্তারিত জানতে হলে মূল প্রকল্প বা স্কিম ডকুমেন্টের উপরই নির্ভর করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, উপকৃত জনতা থেকে শুরু করে এসব প্রকল্প রূপায়ণকারী সরকারী বেসরকারী সংস্থার লোকরা আলোচ্য গ্রন্থটি থেকে উপকৃত হবেন। গ্রন্থটি রচনা এবং তাতে প্রদত্ত তথ্যাবলির বিশুদ্ধতা রক্ষার যাবতীয় চেষ্টা করা হয়েছে। গ্রন্থটি গ্রাম শহরের সকল অংশের মানুষের সরকারী স্কিম, গাইডলাইন বিষয়ে জানতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস ।

 

 

শেখর দত্ত

মুখ্য উপদেষ্টা, ত্রিপুরাইনফো ডটকম

 

 

 

 

 

Preview
Categories: ,

এটি একটি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম, গাইডলাইন বিষয়ের উপর ত্রিপুরাইনফো  ডটকম কর্তৃক প্রকাশিত গাইড বুক ২০২৪এর ৩০ মার্চ  পর্যন্ত  সর্বশেষ পাওয়া তাথ্যের ভিত্তিতে বইটি সঙ্কলিত হয়েছে প্রয়োজনের ভিত্তিতে সময়ে সময়ে বইটির সংশ্লিষ্ট তথ্যাবলির পুনঃ সংশোধন বা সংযুক্তিকরনের কাজ চলবে 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ত্রিপুরা সরকারি স্কিম গাইড – ৫ম সংস্করণ”

Your email address will not be published. Required fields are marked *